11 Labours Had Allegedly Been Cheated By Organisation

ওমানে গিয়ে প্রতারিত পশ্চিমবঙ্গের ১১ জন পরিযায়ী শ্রমিক, টাকা নিয়ে কাজ না দেওয়ার অভিযোগ, ঘরে ফেরাতে উদ্যোগী হল রাজ্য সরকার

বোর্ডের চেয়ারম্যান এবং তৃণমূল রাজ্যসভার সংসদ সমিরুল ইসলাম বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময়ই তাদের খোঁজখবর রাখছেন। বাঙালি শ্রমিকেরা যেন বাইরে গিয়ে কোন জায়গায় বিপদে না পড়েন সেই ব্যাপারে তৎপর আমাদের সর্বোচ্চ নেতৃত্ব।"

সমাজমাধ‍্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৩:৩৯

এ বার ভিন রাজ্যে নয়, ভিনদেশে প্রতারিত হলেন রাজ‍্যের ১১ জন পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে ওমানে গিয়েছিলেন তারা। এক নিয়োগ সংস্থা কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে তারা কোন কাজের সন্ধান তাদের দিতে পারেনি।

দিশাহীন হয়ে বিদেশের মাটিতে ইতিউতি ঘুরছিল তারা। অসহায় সেই ১১ জন পরিযায়ী শ্রমিকের খবর পেয়ে তৎক্ষণাৎ সক্রিয় ভূমিকা পালন করে রাজ্য সরকার। সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তারা ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করেছে রাজ্য সরকার। 

সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণ পোস্ট করে তৃণমূল জানিয়েছেন, শ্রমিকদের দুর্দশার খবর পেয়ে রাজ্য সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলা হয়েছে। রাজ্য সরকারের সক্রিয় ভূমিকায় তারা এখন ভারতীয় দূতাবাসেই রয়েছেন। শাসক দলের দাবি, ভারত সরকার দ্রুত তাদের ভারতে ফেরার ব্যবস্থা করুন।

সূত্রের খবর, রাজ‍্যে পরিযায়ী শ্রমিক কল্যাণের বোর্ডের তরফ থেকেও তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এবং তাদের যাতে দ্রুত ফেরানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে। বোর্ডের চেয়ারম্যান এবং তৃণমূল রাজ্যসভার সংসদ সমিরুল ইসলাম বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময়ই তাদের খোঁজখবর রাখছেন। বাঙালি শ্রমিকেরা যেন বাইরে গিয়ে কোন জায়গায় বিপদে না পড়েন সেই ব্যাপারে তৎপর আমাদের সর্বোচ্চ নেতৃত্ব।"


Share