Student Protest

ভর্তি ও হস্টেল ফি বৃদ্ধিতে অসুবিধার সম্মুখীন ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উচ্চ সেমেস্টার ভর্তি ও হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হল শতাধিক পড়ুয়া।

সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:২২

ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের সেমেস্টারে ভর্তি ও হস্টেল ফি বেশি এমনই অভিযোগ তুলল পড়ুয়ারা। সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভে সামিল হয় তারা।

তুলনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। পড়ুয়াদের অভিযোগ,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার ভিত্তিক ভর্তি এবং হস্টেল ফি বেশি । এমনই অভিযোগের ভিত্তিতে সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন। সেই দিন বিক্ষোভে শতাধিক পড়ুয়া অংশ নেন। বিক্ষোভের নেতৃত্ব দেয় আদিবাসী সমাজের ছাত্র সংগঠন ভারত জাকাত সাঁওতাল পাটুয়া গাঁওতা। বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তির প্রক্রিয়া চলছে। কলা বিভাগের বিষয়গুলিতে তৃতীয় সেমেস্টারে ভর্তির জন্য ২ হাজার ৯৯০ টাকা দিতে হচ্ছে পড়ুয়াদের। বিজ্ঞান বিভাগে টাকার পরিমাণ আরও বেশি।

পড়ুয়াদের দাবি, অনেককেই এই পরিমাণ টাকা দিয়ে ভর্তি হতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি মেয়েদের হস্টেলে খাওয়া-সহ সাড়ে তিন হাজার টাকা দিতে হচ্ছে মাসে। কুড়মালি বিভাগের তৃতীয় সেমেস্টারের এক ছাত্র বলেন, 'নিম্ন আয়ের পরিবারের অনেক পড়ুয়া ভর্তি হতে পারছেন না। হস্টেলের ফি বেড়ে যাওয়ায় অনেক ছাত্রী থাকতে পারছেন না।' 

এ দিন দুপুর ১২টা থেকে ৩ টে পর্যন্ত প্রায় তিন ঘন্টা বিশ্ববিদ্যালয়ের বাইরে বসে অবস্থান বিক্ষোভ করেন পড়ুয়ারা। তবে তিন ঘণ্টা বিক্ষোভ চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখা মেলেনি। মঙ্গলবারও সকাল সাড়ে ১০টা থেকে ফের অবস্থান বিক্ষোভ শুরু হবে বলে জানিয়েছেন ভারত জাগাত সাঁওতাল পাটুয়া গাওতার নেতৃত্বরা। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ নুরুস সালাম বলেন, ‘সোমবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ছিলেন না। উনি ফিরলে পড়ুয়াদের সঙ্গে আলোচনা হবে।’ এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কি সিদ্ধান্তে উপনীত হন !


Share