America Strikes at Nigeria

‘বড়দিনের শুভেচ্ছা’, নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের জঙ্গি ঘাঁটিতে আমেরিকার সেনার অভিযানের পরে জানালেন ডোনাল্ড ট্রাম্প

বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মৃত ইসলামিক জঙ্গিদেরও। তিনি বলেন, “ঈশ্বর আমাদের সেনাবাহিনীর মঙ্গল করুক। সকলকে বড়দিনের শুভেচ্ছা। মৃত সৈনিকদেরও শুভেচ্ছা।” খ্রিস্টানদের ওপর খুন করা বন্ধ না হলে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও চলবে বলেও বলেও ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাইজেরিয়ার ইসলামিক স্টেটের জঙ্গি ঘাঁটিতে অভিযান আমেরিকার সেনার।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:০৩

নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর ইসলামিক জঙ্গিদের পর পর হামলার পরে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার সেখানেই একাধিক ইসলামিক স্টেটের জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে অভিযান চালালো আমেরিকার বায়ুসেনা। অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হয়েছে। অভিযানের পরে ‘বড়দিনে শুভেচ্ছা’ জানালেন ট্রাম্প। পাশাপাশি এই অভিযানকে ‘প্রানঘাতী’ বলেও সমাজমাধ্যমে উল্লেখ করেন ট্রাম্প।

শুক্রবার ভোর ৪টে (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি জানান, আমেরিকার সেনাবাহিনীর মুখ‍্য কমান্ডার হিসেবে তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস ঘাঁটিতে অভিযানের নির্দেশ দিয়েছেন। কেন তিনি সেখানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন তা-ও জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওই দেশের সন্ত্রাসবাদীরা নাইজেরিয়ার নিরীহ খ্রিস্টানদের খুন করেছিল।

অতীতে একাধিক বার নাইজেরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁদের নরক দেখানো হবে বলেও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই পুরোনো পোস্ট উদ্ধৃত করে ট্রাম্প বলেন, “আমি আগেই ওই জঙ্গিদের বলেছিলাম, যদি তোমরা খ্রিস্টানদের খুন করা বন্ধ না করো, তা হলে তোমাদের মূল‍্য চোকাতে হবে। আজই হল সেই রাত।” ইসলামিক স্টেট জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত এবং সফল অভিযান হয়েছে বলেও জানিয়েছে আমেরিকার যুদ্ধ দফতর। কেবল আমেরিকাই যে এই কাজ করতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

এর পরেই সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মৃত ইসলামিক জঙ্গিদেরও। তিনি বলেন, “ঈশ্বর আমাদের সেনাবাহিনীর মঙ্গল করুক। সকলকে বড়দিনের শুভেচ্ছা। মৃত সৈনিকদেরও শুভেচ্ছা।” খ্রিস্টানদের ওপর খুন করা বন্ধ না হলে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও চলবে বলেও বলেও ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


Share