Border Security Force

সীমান্তরক্ষী বাহিনীতে রদবদল, ইস্টার্ন কম্যান্ডের দায়িত্বে এলেন মহেশকুমার আগরওয়াল

এর আগে ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন রবি গাঁধী। তাঁর স্থানে এডিজি পদে এলেন আইপিএস অফিসার মহেশকুমার আগরওয়াল।

ইস্টার্ন কমান্ডের নতুন এডিজি মহেশকুমার আগরওয়াল
এখন কলকাতা ডেস্ক
কলকাতা -নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট:০৩ মে ২০২৫ ১২:০০

পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের ঘটনা যখন বাড়ছে,তখন সীমান্তরক্ষী বাহিনীতে রদবদলের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরানো হল আইপিএস অফিসার রবি গাঁধীকে। তিনি এডিজি পদে কর্মরত ছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন মহেশকুমার আগরওয়াল। তাঁকে ইস্টার্ন কমান্ডের এডিজি পদে নিয়োগ করল শাহের মন্ত্রক। পাশাপাশি রবি গাঁধীকে দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনীর কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।? 

আজ, বৃহস্পতিবার সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বাংলাদেশে পালাবদলের পরে সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। গত ১৪ মাস ধরে পশ্চিমবঙ্গে সীমান্তের বিভিন্ন সমস্যা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করেছেন রবি গাঁধী। এ বার সেই জায়গায় এলেন আইপিএস অফিসার মহেশকুমার আগরওয়াল। জানা গিয়েছে, মহেশকুমার এর আগে তামিলনাড়ু পুলিশের কমিশনার পদে ছিলেন। কেন্দ্রীয় ডেপুটেশনেও কাজ করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়েরও দায়িত্ব সামলেছেন। তিনি সাইবার অপরাধ, সংঘটিত অপরাধ এবং দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় তদন্ত করেছেন। এর জন্য তিনি রাষ্ট্রপতির থেকে পুলিশ মেডেলও পেয়েছেন।? 

এ দিন সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, এ বার থেকে মহেশকুমার আগরওয়াল ইস্টার্ন কমান্ডের দায়িত্ব সামলাবেন। তিনি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়ের সীমান্তের দায়িত্ব সামলাবেন। পালাবদলের পরে যেভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা সীমান্ত থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে সুরক্ষায় আরও জোরদার করতে মহেশকুমার আগরওয়ালের ওপর ভরসা রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।? 


Share    

হাইলাইটস