Death of Elephant

উত্তরবঙ্গের সংবেদনশীল করিডোরে আবার দুর্ঘটনা, হাতির মৃত্যুতে প্রশ্নে রেল–বনদপ্তর সমন্বয়

ধূপগুড়ির খোলাই গ্রামে ফের মানব–প্রাণী সংঘাত। লোকালয়ে ঢুকে পড়া হাতি ট্রেনের ধাক্কায় মৃত, আরেকটি গুরুতর জখম। গাদংয়ে আরও এক হাতির তাণ্ডবে দু’জন আহত। এলাকায় আতঙ্ক, বনদপ্তরের বিশেষ দল মোতায়েন।

মৃত হাতি
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:১৩

ধূপগুড়ির খোলাই গ্রাম ভোটপাড়া এলাকায় ফের মানব-প্রাণী সংঘাতের নজির। সোমবার সাতসকালে লোকালয়ের মধ্যে ঢুকে পড়া একটি হাতিকে ধূপগুড়ি–ফালাকাটা রেললাইনের উপর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম আরেকটি হাতি। বনদপ্তরের আধিকারিকেরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকায় ব্যাপক ভিড় জমেছে।

এদিকে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আরেকটি হাতি বর্তমানে ধূপগুড়ির গাদং এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হাতির হানায় অন্তত দু’জন স্থানীয় আহত হয়েছেন বলে খবর। আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, মাত্র কয়েক বছর আগেই আলিপুরদুয়ার–দলসিংপাড়া লাইনে একসঙ্গে পাঁচটি হাতির মৃত্যু হয়েছিল রাতের ট্রেনের ধাক্কায়। এরপরও জলদাপাড়া, বক্সা এবং গাদং সংলগ্ন এলাকায় বহুবার ঘটে গেছে হাতির মৃত্যুর ঘটনা। বনদপ্তর ও রেল কর্তৃপক্ষের সমন্বয় বাড়ানোর পরও উত্তরবঙ্গের এই সংবেদনশীল করিডোরে হাতি-দুর্ঘটনা থামেনি।

বিশেষজ্ঞদের মতে, আবাসস্থল সংকোচন, খাবারের অভাব এবং চলাচলের পথ সঙ্কীর্ণ হয়ে আসায় হাতির দল ক্রমশ লোকালয়ের দিকে ঝুঁকছে। তার ওপর রেললাইন, চা–বাগান ও বসতি বাড়ায় বিপদ আরও বাড়ছে।

ধূপগুড়ির আজকের দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে, হাতি সুরক্ষার ক্ষেত্রে রেল ও বনদপ্তরের সমন্বয় কতটা কার্যকর? স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই আতঙ্কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বনদপ্তরের বিশেষ দল মোতায়েন করা হয়েছে।


Share